maxresdefault

ভবিষ্যৎকে আধার করে সবাই আজকের নির্ণয় করতে চায়। ভবিষ্যৎ সুখময় হবে, সুরক্ষিত হবে এমন নির্ণয় আজ করার প্রয়াস করতে থাকে সবাই। আপনি নিজের জীবনেই দেখুন, আপনার অধিকতর নির্ণয়য়ের মূলে ভবিষ্যৎ এর চিন্তা থাকে না ?
আর কেনইবা হবে না? নিজের জীবনকে সহজ ও সুখময় করে গড়ে তোলার প্রচেস্টা করার অধিকার সবার আছে। কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না। কেবল কল্পনাই করা যেতে পারে। তবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ নির্ণয় কল্পনার উপর নির্ভর করেই আমরা করি। এই নির্ণয় করার দ্বিতীয় কোন পথ হতে পারে? বিবেচনা করুন।
সমস্ত সুখের আধার ধর্ম আর সেই ধর্ম মানুষের হৃদয়ে স্থাপিত। এতএব প্রত্যেক নির্ণয়য়ের পূর্বে স্বয়ং নিজের হৃদয়কে প্রশ্ন করে নিন, যে এই নির্ণয় স্বার্থ থেকে জন্মেছে নাকি ধর্ম থেকে। এই টুকুই কি যথেষ্ট নয়? ভবিষ্যৎ এর বদলে ধর্মের বিচার করলে কি ভবিষ্যৎ অধিক সুখময় হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন।
-মহাভারত