ভবিষ্যৎ ও জীবন

maxresdefault

ভবিষ্যৎকে আধার করে সবাই আজকের নির্ণয় করতে চায়। ভবিষ্যৎ সুখময় হবে, সুরক্ষিত হবে এমন নির্ণয় আজ করার প্রয়াস করতে থাকে সবাই। আপনি নিজের জীবনেই দেখুন, আপনার অধিকতর নির্ণয়য়ের মূলে ভবিষ্যৎ এর চিন্তা থাকে না ?
আর কেনইবা হবে না? নিজের জীবনকে সহজ ও সুখময় করে গড়ে তোলার প্রচেস্টা করার অধিকার সবার আছে। কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না। কেবল কল্পনাই করা যেতে পারে। তবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ নির্ণয় কল্পনার উপর নির্ভর করেই আমরা করি। এই নির্ণয় করার দ্বিতীয় কোন পথ হতে পারে? বিবেচনা করুন।
সমস্ত সুখের আধার ধর্ম আর সেই ধর্ম মানুষের হৃদয়ে স্থাপিত। এতএব প্রত্যেক নির্ণয়য়ের পূর্বে স্বয়ং নিজের হৃদয়কে প্রশ্ন করে নিন, যে এই নির্ণয় স্বার্থ থেকে জন্মেছে নাকি ধর্ম থেকে। এই টুকুই কি যথেষ্ট নয়? ভবিষ্যৎ এর বদলে ধর্মের বিচার করলে কি ভবিষ্যৎ অধিক সুখময় হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন।
-মহাভারত

মানুষের মস্তিস্ক এবং মাইক্রোপ্রসেসর

Tags

human brain nd processor

প্রতিদিন মানুষ বিভিন্ন ধরনের কাজ করে। কোন কাজটি করতে কি পরিমান গুরুত্ব ও মন স্থির করতে হয় তা কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না। মস্তিস্ক বুঝে নেয় কোন কাজের কি পরিমান গুরুত্ব। আপনি যখন হেটে বেড়ান তখন সে কাজ খুব সহজ আপনার কাছে (হাটাও এক প্রকার কাজ), আপনি একই সাথে অন্য চিন্তা করতে পারেন। অর্থাৎ একই সাথে দুইটি কাজ করতে পারেন (চিন্তা করাও এক প্রকার কাজ) । আবার আপনি চাইলে তখন হাতে কোন ব্যাগ বা অন্য কিছু বহন করতে পারেন। অর্থাৎ আপনি একই সাথে অনেক কাজ করতে পারেন। আবার ধরুন, আপনি একটি কঠিন কাজ এর মধ্যে ডুবে আছেন। এই সময় অন্য কোন প্রকার কাজ আপনার মাথায় ঢুকছে না। এর মানে আপনার মাথায় তখন শুধু একটাই কাজ হয় মস্তিস্ক দ্বারা । অর্থাৎ সেই কাজের গুরুত্ব অন্য সব কাজের তুলনায় বেশি তাই অন্য কাজ থাকলেও তা পরে করার আপনি তথা আপনার মস্তিস্ক সিদ্ধান্ত নেয়।

ঠিক একই ভাবে কম্পিউটারের মাইক্রোপ্রসেসর, মস্তিস্কের ন্যায় কাজ করে। যে কমান্ড বা প্রোগ্রাম এর গুরুত্ব বেশি সেই কমান্ড বা প্রোগ্রাম আগে সম্পাদন (Execute) হয়। সাধারণত কম্পিউটার ধারাবাহিকভাবে কাজ করে। অর্থাৎ যে প্রোগ্রামটি আগে করার কমান্ড দিবেন সে প্রোগামটি আগে সম্পাদন হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ব্যাতিক্রম দেখা যায়। যদি আপনি কোন মিডিয়া প্লেয়ার অন করে সাথে সাথে কম্পিউটার রিস্টার্ট দেয়ার কমান্ড দেন তাহলে প্রসেসর প্রথমে রিস্টার্ট এর কাজটা আগে করবে।

ঠিক একই ভাবে মানুষের মস্তিস্কও কাজ করে। যে কাজের গুরুত্ব বা অগ্রাধিকার বেশি সেই কাজ আগে সম্পাদিত হয়।

এবার আসুন মস্তিস্ক আর প্রসেসরকে শ্রেনীতে ভাগ করি। একটু হাসার কথা তাই না? আমরা জানি ইন্টেল এর প্রসেসরকে কিভাবে গুণগত মানানুসারে ভাগ করা হয়। প্রথমে বাজারে আসে ইন্টেল পেন্টিয়াম প্রসেসর তার পর ডুয়েল কোর তারপর কোর আই থ্রি তারপর কোর আই ফাইভ ইত্যাদি। অর্থাৎ দিন দিন প্রসেসর এর গতি ও মানের উন্নত হচ্ছে।

এবার আসুন মানুষের মস্তিস্কের শ্রেনী বিভাগের কথা বলি। একটা কথা প্রচলিত আছে, যে ছেলে বা মেয়ে পড়াশুনায় ভাল তার মস্তিস্ক তত ভাল। আর যে পড়াশুনায় বা কাজে ভাল না তার মস্তিস্কও ভাল না। সে ব্যাক্তির কাজ করতে বেশি সময় লাগে বা কাজ করতে গিয়ে থেমে যায়।

যাই হোক আমরা কিছু মিল দেখলাম মানুষের মস্তিষ্ক আর মাইক্রেপ্রসেসর এর মধ্যে। এবার একটু অমিল এ আসি, দিন দিন প্রসেসরের গুণগত মানের উন্নতি হচ্ছে কিন্তু লক্ষ্য করে দেখবেন মানুষের মস্তিস্কের গুণগত মানের আসলেই কি উন্নতি হচ্ছে?

ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ লেখাটা পড়ার জন্য।

অপারেটিং সিস্টেম, পর্ব-১

Tags

আমরা আমাদের কম্পিউটার বা মোবাইল এ ভিবিন্ন ধরনের সফটওয়্যার ব্যাবহার করি। সফটওয়্যার দিয়ে আমরা কোন সমস্যার সমাধান করে থাকি। আপারেটিং সিস্টেমও এক ধরনের সফটওয়্যার যাকে সিস্টেম সফটওয়্যার বলে। আসলে আমরা যে সব ডিজিটাল ডিভাইজ দেখি তা হার্ডওয়্যার ও সফটওয়্যার এর সমন্বয়ে গঠিত ও পরিচালিত। মোবাইল বা কম্পিউটার মূলত হার্ডওয়্যার বা সফটওয়্যার ব্যাতীত কল্পনা করা যায় না। হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যাবহার করা হয়। তাই অপারেটিং সিস্টেম এর গুরুত্ব অনেক বেশী।

কম্পিউটার এ ব্যাবহারিত হয় এমন কিছু অপারেটিং সিস্টেম হলঃ

১। লিনাক্স (Linux)

২। ইউনিক্স (Unix)

৩। উইন্ডোস (Windows)

৪। ম্যাকিন্টোস (Mac)

মোবাইল এ ব্যাবহারিত হয় এমন কিছু অপারেটিং সিস্টেম হলঃ

১। আন্ড্রয়েড (Android)

২। ব্লাকবেরি (BlackBerry)

৩। আইওএস (IOS)

৪। উইন্ডোস (Windows)

ইউজার,আপ্লিকেশন সফটওয়্যার, হার্ডওয়্যার এদের সাথে অপারেটিং সিস্টেম এর কি রকম সম্পর্ক তা আমরা নিচের চিত্রের মাধ্যমে বুঝতে পারি।

os define

চিত্র থেকে আমরা দেখতে পাই যে, ইউজার বা ব্যাবহারকারী সরাসরি অপারেটিং সিস্টেম এর সাথে যুক্ত না। সুতরাং ইউজার চাইলেও অপারেটিং সিস্টেম এর প্রোগ্রাম পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে না। ইউজার আপ্লিকেশন সফটওয়্যার সরাসরি ব্যাবহার করে। আপ্লিকেশন সফটওয়্যার হল সেই সফটওয়্যার যা আমরা নিয়মিত মোবাইল বা কম্পিউটার এ ব্যাবহার করি। আপ্লিকেশন সফটওয়্যার ব্যাবহার এর জন্য অপারেটিং সিস্টেম এর সাহায্য নেয়া হয়ে থাকে। হার্ডওয়্যার কে কিভাবে এবং কতটুকু ব্যাবহার করবে তা এক জন ইউজারকে অপারেটিং সিস্টেম এর সাহায্য নিয়ে করতে হয়। অপারেটিং সিস্টেম মূলত কম্পিউটার বা ডিভাইস এর ম্যানেজার হিসেবে কাজ করে।

সি প্রোগ্রামিং (C Programming) -বাংলায়

Tags

পাঠ-১
প্রোগামিং কিঃ প্রশ্নটার উওর এখন অনেকের কাছে জানা। আমরা মোবাইল বা কম্পিটার এ সফটওয়্যার (Software) ব্যাবহার করে থাকি।
কেন ব্যাবহার করি? আমরা কোন কাজ কে সহজে সমাধান করার জন্য ব্যাবহার করি। শুধু ইনপুট দিয়ে আউটপুট পেয়ে থাকি।
যেমন- আপনি আপনার ফোনে দেখেছেন যে, কন্টাক্ট(Contact) নামে একটা অপশন বা সফটওয়্যার আছে। যা দিয়ে আপনি ফোন নম্বর সেইভ, সার্চ বা ডিলিট করতে পারেন। আর এই কাজটি করার জন্য যে পদ্ধতি অনুসরন করা হয় তাকেই প্রোগ্রামিং (Programming) বলে।
সি প্রোগ্রামিং (C Programming): সি প্রোগামিং একটা প্রোগ্রামিং ভাষা যা ডেনিস রিচি (Dennis Ritchie) বেল ল্যাবরেটরিতে ১৯৬৯ সালে আবিস্কার করেন । কম্পিটার মানুষের ভাষা বোঝে না তাই তাকে তার ভাষায় নিয়ন্ত্রন করা হয় । আর তাই প্রোগ্রাম বা Software তৈরি করার জন্য প্রোগ্রামিং ভাষা জানতে হয়। এখন পর্যন্ত অনেক প্রোগ্রামিং ভাষা আবিস্কার হয়েছে যা ব্যাবহার করে প্রতিদিন বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হয়। যারা প্রোগ্রাম প্রাথমিক ভাবে শিখতে চান তাদের জন্য সি প্রোগ্রামিং শেখা আবশ্যক।

এডিটর এবং কম্পাইলার (Editor And Compiler): এডিটর হল এমন এক প্রকার সফটওয়্যার যেখানে প্রোগ্রামিং ভাষা ব্যাবহার করে প্রোগ্রাম রচনার জন্য কোড (Code) করা হয়। আর এডিটরে লিখিত কোড কে সোর্স কোড (Source Code) বলে ।
সোর্স কোড কম্পিউটার সরাসরি বোঝে না তাই এই কোডকে মেশিন বা বাইনারি (Binary) কোডে রূপান্তরিত করে কম্পাইলার (Compiler).

সি প্রোগ্রাম করার জন্য প্রথমেই আমাদের এডিটর ডাউনলোড করতে হবে। আমরা Code Block নামের জনপ্রিয় কম্পাইলারসহ এডিটর ডাউনলোড করব এই লিঙ্ক থেকে http://sourceforge.net/projects/codeblocks/…
এছাড়া একটি ভিডিও দেয়া হল যার সাহায্যে আপনি Code Block ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন।
আজ আর নয়। আশা করি পাঠ-২ এ সি প্রোগ্রামের ফরম্যাট ও কিভাবে Code লিখে প্রোগ্রাম রান করতে হয় তা শিখব।
-ধন্যবাদ সবাইকে

https://www.youtube.com/watch?v=5RVb84oTNf0&feature=youtu.be

মানুষের জীবনে ভালবাসা (১ম খন্ড)

‘ভালবাসা’ শব্দটা আমাদের সকলের কাছে খুব পরিচিত। এ শব্দটি নিয়ে কত কবি – কবিতা, কত লেখক – উপন্যাস, কত গীতিকার – গান লিখেছেন তার সঠিক হিসাব মনে হয় কার কাছে নেই। ভালবাসা কি? তা কাউকে শিখিয়ে দিতে হয় না। এটা এমন এক অকৃতিম টান যা মনের গভীর থেকে আসে। মানুষের সম্পর্কের সাথে ভালবাসার সম্পর্কটাও ভিন্ন হয়ে থাকে।

বাবা-মায়ের প্রতি বা ভাই-বোনের প্রতি যে ভালবাসা তা নিয়ে কার বিশ্লেষন বা বিতর্ক নেই। কিভাবে একটি ছেলে বা একটি মেয়ের জীবনে ভালবাসা আসে ? আমি আগেই বলে নিচ্ছি আমি কোন পেশাদার লেখক নই যে নির্ভুল ও চন্দময় করে লিখতে পারে। তবে আমি কোন পছন্দের বিষয় নিয়ে আলোচনা করতে ভালবাসি। কিভাবে ছেলেদের জীবনে ভালবাসা আসে ? কিছু ছেলে প্রথম দেখাতেই কোন মেয়েকে ভালবেসে ফেলে। এরকম অনেক ছেলেই তার ভালবাসার অনুভূতি প্রকাশ করেছে। আবার কেউবা কার সাথে কথা বলতে বলতে কার প্রেমে পরে যায়। আমি এই লেখাটার পূর্বে কিছু মানুষের কাছ থেকে জেনেছি যে – কিভাবে তাদের ভালাবাসা এসেছিল। কেউ কেউ এই ভাবে প্রকাশ করেছে যে, মূলত দুজন দুজনকে দেখা, কথা বলা, একটু একটু ভাল লাগা, গভীর ভাবে নিজেদের জানা ইত্যাদি ইত্যাদি তারপর ভালবাসার আসে তাদের জীবনে। অনেকেই আবার ভালবাসাকে শুধু আবেগ বলে মনে করে। কিছু মানুষ ভালবাসাকে শুধু মানসিক ভাবে গ্রহন করে আবার কেউবা শারীরিকভাবে । তাই মানুষের বুদ্ধি-জ্ঞান আর চরিত্রভেদে ভালবাসার ভিন্ন রুপ হয়ে থাকে।

ভালবাসা কি ধর্ম বা সম্প্রদায় ভেদে মানুষের জীবনে আসে? নাকি ধর্ম বা সম্প্রদায় কে ভুলেই ভালবাসা আসে? এ নিয়ে কিছু মানুষের সাথে কথা হয়েছে। কেউ কেউ এর উওর এই ভাবে দিয়েছে যে- আমি যাকে ভালবেসেছি সে কোন বর্ণ বা সম্প্রদায়ের তা আমার কাছে মুখ্য হয়ে উঠেনি বরং তার প্রতি আমার সূক্ষ্ম ভালবাসা সব জাত কূলকে হার মানিয়েছে । মানে ভালবাসার কাছে অন্য বাহ্য সব কিছু যে তুচ্ছ তা প্রকাশ করেছে। আমার কেউ কেউ এই ভাবে বলেছে যে, ভালবাসার মানুষ কে নিয়ে সুখের ঘর বাধব আর সে যদি হয় ভিন্ন ধর্মের বা সম্প্রদায়ের তাহলে কি করে তা সম্ভব। তাই তারা মনে করে ভালবাসার পূর্বে ভালবাসার মানুষটির ধর্ম আর সম্প্রদায় জানা জরুরি। কিন্তু ভালবাসা মানুষের জীবনে কি সত্যি কিছু নিয়ম মেনে আসে না হয়? স্বয়ং বিচার করুন।

প্রার্থনা হউক সকলের রবীঠাকুরের এই কবিতা বা গান …

Tags

tagore

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে

মোরে   আরো আরো আরো দাও প্রাণ।

তব ভুবনে তব ভবনে

মোরে   আরো আরো আরো দাও স্থান ॥

আরো আলো আরো আলো

এই      নয়নে, প্রভু, ঢালো।

সুরে সুরে বাঁশি পুরে

তুমি    আরো আরো আরো দাও তান ॥

আরো বেদনা আরো বেদনা,

প্রভু,   দাও মোরে আরো চেতনা।

দ্বার ছুটায়ে বাধা টুটায়ে

মোরে   করো ত্রাণ মোরে করো ত্রাণ।

আরো প্রেমে আরো প্রেমে

মোর    আমি ডুবে যাক নেমে।

সুধাধারে আপনারে

তুমি    আরো আরো আরো করো দান ॥

চোখের আলোয় দেখেছিলেম…… (রবীন্দ্রসংগীত)

Tags

tagore

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে

অন্তরেতে আজ দেখব যখন আলোক নাহিরে ।।

ধরায় যখন দাও না ধরা

হ্রদয় তখন তোমায় ভরা

এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে ।।

তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে

খেলার পুতুল ভেঙ্গে গেছে প্রলয় ঝড়েতে

থাক তবে সেই কেবল খেলা

হউক না এখন প্রানের মেলা

তারের বিনা ভাঙ্গল, এখন হ্রদয় বিনায় গাহিরে

চোখের আলোয় দেখেছিলেম

চোখের বাহিরে ।।

কবি তিনি সব মানুষের

“গাহি সাম্যের গান…

মানুষের চেয়ে বড় কিছু নাই,

নহে কিছু মহীয়ান”

যিনি বিদ্রোহের, মানবতার, নিপীড়িত মানুষের ও প্রেমের গান গেয়েছেন তিনি আর কেউ না আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। তার কবিতা ও গানে কোথায় নেই মানুষের কথা?

“নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,

সব দেশে, সব কালে ঘরে ঘরে তিনি মানুষরে জ্ঞাতি”।

নারী জাগরনের মহামন্ত্র তার লেখায় উচ্চারিত হয়েছে এভাবে-

“ সে যুগ হয়েছে বাসি

যে যুগে পুরুষ দাস ছিল নাক,

নারীরা আছিল দাসী।।

মানুষের কবি নজরুল ইসলাম দুঃখ-বেদনা, নির্যাতন- নিপীড়নের মাঝেও মানুষের জয়গান গেয়েছে। তাইতো তিনি লিখেছেন-

“দুর্বার পথের যাত্রা পথিক

চালাও অভিযান

উচ্চকণ্ঠে উচ্চার আজ

মানুষ মহীয়ান।।

তাই একথা বলা যায় যে, তিনি কেবল কোন ধর্মের নয়, তিনি সকল জাতির, সকল দেশের।

news_image_2013-05-25_24779

If You Forget Me – Pablo Neruda

Tags

I want you to know
one thing.

You know how this is:
if I look
at the crystal moon, at the red branch
of the slow autumn at my window,
if I touch
near the fire
the impalpable ash
or the wrinkled body of the log,
everything carries me to you,
as if everything that exists,
aromas, light, metals,
were little boats
that sail
toward those isles of yours that wait for me.

Well, now,
if little by little you stop loving me
I shall stop loving you little by little.

If suddenly
you forget me
do not look for me,
for I shall already have forgotten you.

If you think it long and mad,
the wind of banners
that passes through my life,
and you decide
to leave me at the shore
of the heart where I have roots,
remember
that on that day,
at that hour,
I shall lift my arms
and my roots will set off
to seek another land.

But
if each day,
each hour,
you feel that you are destined for me
with implacable sweetness,
if each day a flower
climbs up to your lips to seek me,
ah my love, ah my own,
in me all that fire is repeated,
in me nothing is extinguished or forgotten,
my love feeds on your love, beloved,

Entrepreneurship & IT Industry in Bangladesh

Every year a large number of young people complete their graduations from different Universities and Colleges. From them a large amount of students start business as a fresh Entrepreneur. But a little number of entrepreneurs start their business with IT (Information Technology) related Industry. For this vital reason the IT industry of our country is not strong that we expect. But if we see our past we can say the present IT Sector of Our Country is Stronger than before. Now IT business is the most popular business in the world. If we see developed countries we understand their IT sector is very strong. So they earn a lot from the IT industry. We know the world biggest rich man Bill gates who is the founder of Microsoft in United State of America. He started his business as an IT Entrepreneur. Beside Microsoft a good number of IT Companies play a great role to change the world such as Intel, Apple and IBM etc. Finland, Singapore, Sweden, Netherland, Norway, Switzerland, USA, Japan which have the best digital IT infrastructure in the world. IT industry of our country offers us Software Solution Network Solution and Hardware solution. There are different Software Companies in our country. They serve banking software, office management software and Mobile application software etc. Now Bangladeshi Mobile Developers develops quality Apps for Different mobile platform such as Android, IOS, java and Windows. Our developers now create different kind of games for Computer and Mobile. It is a matter of great glory of us that Our Software sells Outside of our country.

“The information Technology industry in Bangladesh has gradually come of age and today accounts for more than Taka 25 billion or USD350 million in annual revenues. Twenty years ago the IT industry was predominantly a hardware vendors market with little or no value addition locally. Today more than 320 software and IT services firms registered as members of the Bangladesh Association of Software and Information Services (BASIS)

Untitled

The growth in BASIS membership is significant for the IT industry for a number of reasons:

  1. It indicates a deepening of the IT skills available locally
  2. It manifests growing confidence of global and local buyers on local IT talent
  3. It marks a clear departure from the traditional entrepreneurship model based on physical- labor-intensive production industries.”

Bangladesh government has declared that Bangladesh is going to be a “Digital Bangladesh”. To make Bangladesh Digital government has taken different kinds of projects. There are different kinds of IT sectors who are working for the developing a Digital Bangladesh. Basically it is not possible to make Bangladesh Digital without developing IT sector. In Bangladesh now we are using 3G network some people in some fixed area. This is one of the big obstacles to develop a good network. First we have to make a good communication medium with all the people using internet or any wireless medium. The network speed is not satisfactory in the rural area of our country. The network bandwidth is not also satisfactory. On the other hand Internet Charge is high for all class of people of our country. This is why most of the village people cannot use internet. To make a good IT market first we have to all aware of the benefit of the IT. Common people of our country are not aware of IT. If we can use our IT to all our daily activities, we will be successful and our IT market will be stronger that we expect. There is big problem that our investors are not very eager to invest money in this Sector. That is why the number of IT Industry in our country is less than developed countries. A big amount of revenue comes from freelancing and outsourcing. A good number of freelancers work on oDesk and Elance. oDesk and Elance are most popular outsourcing website. Our young people work on oDesk and Elance and they earn money from online work place. They work on data entry, graphics design, web development, Software development etc. But to withdraw money policy is not satisfactory in Bangladesh. PayPal and other money bearing service are not very good in Bangladesh. So government should take necessary step to make easy this system.

IT solution makes our life easy and more comfortable. The uses of IT are related to our day to day life. E-commerce is one kind of solution that is changing our business system. To buy a product we go to market. But E-commerce or online markets save our times. Now we can buy different kinds of product from Internet in at home at any time. An internet user who must have mater card or any supported banking account buy product from online website. E-commerce now comes to the new system of business in Bangladesh. Most of the IT developed countries use online market or E-commerce.

Conventional banking process is now going to online banking process where IT is related mostly. Most of the bank of our country offers different kinds of online banking services. User can easily check his/her account balance, transfer balance etc services from internet using mobile or computer. Now different kinds of payment policy have added to our banking services such as electricity bill, phone bill, insurance bill etc. All banking services have been produced by Data base software such as SQL, Oracle etc. So in this case IT has made easier system for bank user and bank executer.

The network system has changed the distance. We need not to go to any where to give message. Now we can easily send text, image, audio and video message to anyone from anywhere using Internet. There are many network companies in our country. They all are working for developing our network. A good number of IT experts work in Network Company. Grameen Phone, Banglalink, Teletalk, Robi, Airtell, Citycell etc are the big network company in Bangladesh. Now they all offers 3G network for development of good network in Bangladesh. From the Networking sector Bangladesh earn a lot.

In the conclusion we can say the IT (Information Technology) Industry is growing up in Bangladesh. Now- a-days a good number of students study in Computer Science and Engineering and they want to start their carrier as IT developer or developing IT related Industry. Our government also works for “Digital Bangladesh” that means IT developed Bangladesh.

Reference: Daily Star News paper.